স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিস সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল আর নেই। তিনি সোমবার সকাল সাড়ে ৭ টায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —– রাজিউন)। সাবেক পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল জলিল প্রথম পৌরবাসীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন। পৌরসভার নানা উন্নয়ন ও কর্মকান্ডের মাধ্যমে পৌরবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে তিনি আবারও পৌরসভার মেয়র নির্বাচিত হন।জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে তৎকালীন সময়ে সুসংগঠিত ছিল বিএনপি। মেয়র আব্দুল জলিলের ব্যবসায়িক ক্ষেত্রে ভূমিকা ছিল প্রশংসনীয়। শুধু তাই নয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের তার ভূমিকা কম ছিল না। জেলা বিএনপি’র সাবেক ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল জলিল স্ত্রী,১ পুএ, ৪ কন্যা আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা সহ অসংখ্য গুণগ্রাহী গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বাদ যোহর সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগা ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব, জামাতে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা বিভাগে পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি প্রমুখ।জানাজা শেষে মরহুমের লাশ শহরের কামালনগর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মুসল্লীরা উপস্থিত ছিলেন।জানাজা ইমামতি করেন মরহুমের পোতা হাফেজ মাওলানা সাজিদুর রহমান।
সাতক্ষীরায় সাবেক মেয়র জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিলের দাফন সম্পন্ন
১০৪