Home » সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে শতভাগ নতুন বই প্রদান

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে শতভাগ নতুন বই প্রদান

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৫৩ ভিউস

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় সাতক্ষীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে শতভাগ নতুন বই প্রদান করা হয়েছে। দেশের রাষ্ট্রীয় শোক থাকায় বর্ণাঢ্য আয়োজনে এবার বই বিতরণ করা না হলেও সকল বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। চাহিদা অনুযায়ী জেলার সকল প্রাথমিক বিদ্যালয় নতুন বই সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। এসময় তিনি বলেন,নতুন বই শিশুদের মনে নতুন স্বপ্ন ও অফুরন্ত আনন্দ জাগায়।তাদের কল্পনার জগৎকে প্রসারিত করে। উজ্জ্বল ভবিষ্যতের আশা জোগায়। বইয়ের ঘ্রাণের সাথে মিশে অসাধারণ অনুভূতির সৃষ্টি করে। কোমলমতি শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় ও নতুন কিছু শেখার প্রেরণা দেয়।নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে শতভাগ নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের অন্যতম সাফল্য। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন বই বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এবং অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফার উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।