স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসাবে পঞ্চম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের অদূরে বাইপাস সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে বলেন,জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার মধ্যে মানুষের কল্যাণ নানামুখী উন্নয়নে নির্দেশনা রয়েছে। সেটা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে যুবদলের কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।সাতক্ষীরায় জেলা যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। ঐক্যবদ্ধ যুবদলে কখনো বিভেদ সৃষ্টি হবে না। আমরা যুবদলকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। আগামী দিনের আন্দোলন সংগ্রাম যুবদলের নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। এবার বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। সপ্তব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি চলছে। এখানে প্রায় ৩ শতাধিক ফলস, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর যুবনেতা শফিকুল আলম বাবু, যুবদলের নেতা তরিকুল ইলমাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন রহমান, গোলাম রব্বানী প্রমুখ। এ সময় জেলা, পৌর, সদর উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
১৯৫
পূর্ববর্তী পোস্ট
