মীর আবু বকরঃ সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিকভাবে সক্ষমতা বৃদ্ধি,আয়বর্ধন মুলক কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বেকিং দ্য সাইলেন্স ও অক্সোফোমের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেম্মলন কক্ষে বেলা ১১ টায় বেকিং দ্য সাইলেন্সের উপ পরিচালক ড তারেকুজ্জানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি বলেন, মুন্ডা সম্প্রদায়ের অর্থ সামাজিক অনেক উন্নয়ন। আপনাদের ছোট্ট গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদের শিক্ষার উপর উৎসাহিত করতে হবে। বেকিং দ্য সাইলেন্স আপনাদের উন্নয়নে অনেক অবদান রেখেছে। তাদের অগ্রগতির ধারাবাহিকতা আপনারা রক্ষা করবেন। বেকিং দ্য সাইলেন্স যে ভূমিকা রেখেছে সেটি অবশ্যই প্রশংসনীয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আসিফ রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি সঞ্জীব কুমার, সমাজসেবার সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু,চেয়ারম্যান আব্দুর রহিম, অপর্ণা মন্ডল, তারাপদ মন্ডল, সুরধনী মন্ডল প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও মুন্ডা সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী কবির আলম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের অর্থনৈতিকভাবে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়
১২৮
