স্টাফ রিপোর্টার : ‘‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে, শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মহান মে দিবস-২০২৫ উপলক্ষ্য বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন সম্মলন কক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। সভায় বক্তব্য রাখন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
বক্তারা এসময় বলেন, পহেলা মে বিশ্বর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগাো শহরের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল । ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল । আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হয়ে আসছে ।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জেলা ট্রাক, ট্রাক্টর ভ্যান, ট্যাংকলরী, নির্মাণ শ্রমিক ফেডারশন, রং পালিশ শ্রমিক ইউনিয়ন, জেলা রেস্তোরা শ্রমিক সমিতি, ভ্যান-রিকসা শ্রমিক ইউনিয়ন, মাটর সাইকেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন সংগঠনের ব্যানারে পথক পথক র্যালী বের হয়।
সাতক্ষীরায় মহান মে দিবস পালিত
৭