স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারে তদারকি টিম পরিদর্শনে যান। পরিদর্শন কালে বাজারে লিবার্টি সু ও মুদি দোকানে ভেজাল পণ্য অধিক মূল্যে বিক্রয়ের অভিযোগে আইনের ৪১ ধারা লংঘনে মেসার্স মনোয়ার (মুদি) স্টোরে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং লিবার্টি সু’র সকল ব্যবসায়ীদেরকে প্রমাণক সহ উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, জেলা পুলিশের টিম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।
সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান
৫১