স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে।”প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সামাজিক বন বিভাগ সহকারি বন সংরক্ষণ প্রিয়াঙ্কা হালদার প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক জি.এম মনিরুজ্জামান,পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন,সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, জামায়াতের নেতা ফখরুল হাসান লাভলু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, শিক্ষার্থী মিফতাহুল জান্নাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া বিশ্ব পরিবেশ দিবসে বিকালে শহরের প্রাণ সায়ের খালের দু’ধারে বৃক্ষরোপণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান।এর পূর্বে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত
১৭৭