স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী অ-১২ ক্রিকেট কার্নিভাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোস্তাক আহমেদ তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কার্নিভাল উৎসব উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক্রীস এ্যাডহক কমিটির সদস্য জাতীয় ক্রীড়া পুরষ্কার প্রাপ্ত ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মোঃ মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোঃ জিল্লুর রহমান, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শেখ রবিউল ইসলাম শিবলু, ক্রিকেট কোচ মোঃ ফজলুল করিম, নাজমুল হাসনাঈন মিলন সহ সাতক্ষীরার বিভিন্ন ক্রিকেট একাডেমীর কোচ, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ। সারাদিনব্যাপী অ-১২ ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট ম্যাচ ও ফান গেমের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান।
,