স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে শহরের কাটিয়াস্থ জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ কে নতুন রূপে ফিরে পেয়েছি। কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু করেছিল। ছাত্র-জনতার আন্দোলন পরবর্তীতে গণ-আন্দোলনে পরিণত হয়। আন্দোলনে বাধ্য হয়ে সরকার পালিয়ে যায়। আন্দোলনে শিক্ষার্থী,শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।সেই সকল রাজপথে যোদ্ধাদের মানুষ আজীবন স্মরণ রাখবে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, সহ প্রশাসনের কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
৫৯