স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় মৎস্য ঘেরের ভেড়ি কেটে দিয়ে ১ চাষীর লক্ষ লক্ষ টাকার মাছের ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গতকাল গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ দেবনগর উড়া বিলে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন উড়া বিলে সাড়ে ৬ বিঘা জমির উপরে মৎস্য চাষ করে আসছেন। ঘেরে মজবুত ভেড়িবাঁধ, মাছ ছাড়া ও মাছের খাবারের লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। বিশেষ করে ঘেরে রুই, মৃগেল,কাতলা মাছ, সিলভার কাপ মাছ, জাপানি ট্যাবলেট সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।শুকনো মৌসুমী মাছ বিক্রি করে দেনা পরিশোধ সহ পরিবার নিয়ে ভালো থাকবে আশা ছিল। কিন্তু রাতে অতি বৃষ্টির সময় দুর্বৃত্তরা ভেড়ির বাঁধ কেটে মাছ বাহির করে দিয়েছে। ঘের মালিক আফজাল জানান, গভীর রাতে আমার মৎস্যঘের কেটে মাছ বাহির করে দিয়েছে। আমার লক্ষ লক্ষ টাকার মাছ বাহিরে চলে গেছে।আমি আর্থিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি।সকালে বাসের পাইলিং দিয়ে আবার বেড়িবাঁধ দিয়েছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সাতক্ষীরায় ঘেরের ভেড়ি কেটে চাষীর লক্ষ লক্ষ টাকার মাছের ক্ষতিসাধন
৬৪