মীর আবু বকরঃ সকল শিক্ষার মূল প্রাথমিক শিক্ষা। এই শিক্ষার গুরুত্ব কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। আমাদের প্রত্যেকের জবাব দিহিতা থাকতে হবে। শিক্ষার্থীরা কতটুকু পারলো লেখাপড়ার মান কেমন তার জবাবদিহিতা আপনাকে দিতে হবে। স্কুলকে শক্তিশালী করা, নিজদায়িত্বে প্রতিষ্ঠান পরিচালনা করা। বিভিন্ন তদবির ও শিক্ষকদের বিভিন্ন কাজে রাখার কারণে ভালোভাবে পড়াতে পারে না।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার সন্ধ্যায় সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে স্থান অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। জেলা পর্যায়ে থেকে সকল সমস্যার নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে। যত্রতত্র কিন্ডারগার্টেন হচ্ছে বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হয়। তারা অভিভাবকদের প্রলুদ্ধ করছে, এজন্য কিন্ডারগার্টেন ঝুঁকে যাচ্ছে। দুর্গম অঞ্চলের শিক্ষকদের অতিরিক্ত ভাতা দেওয়া হয়। সকল সমস্যা উপেক্ষা করে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে হবে।স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বলেন, সাতক্ষীরার লেখাপড়ার মান অনেক উন্নয়ন হয়েছে। লেখাপড়া মান উন্নয়ন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভিষণ ও মিশন। আমাদের শিক্ষার্থীদের সাবলীল ভাবে বাংলা ও ইংরেজি পড়তে পারবে বুঝতে পারবে সেটির জন্য কাজ করতে হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া দেশ শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিচালক ও উন্নয়ন) মিয়ারাজুল ইসলাম উকিল,পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় ডিডি ডঃ মোঃ শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফার উদ্দিন, পিটিআই সুপার ভারপ্রাপ্ত সুভেন্দ কুমার প্রমুখ। এসময় সকল উপজেলা নিবার্হী কর্মকর্তা,জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।এর পূর্বে বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন। উল্লেখ্য রবিবার শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছাবেন। সেখান থেকে বিকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
সকল সমস্যা উপেক্ষা করে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে হবে———প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন
৩৯
