Home » সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরক্ষর ব্যক্তিদের সাক্ষরতার আওতায় আনা সম্ভব

সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরক্ষর ব্যক্তিদের সাক্ষরতার আওতায় আনা সম্ভব

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৮৮ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথ আয়োজনে সোমবার সকালে ১০ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক আব্দুল বারী,সাসের নির্বাহী পরিচালক ইমান আলী, নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, জেলা কারাগারের জেলার মনিরুল ইসলাম মনির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে সেটা প্রতিষ্ঠান প্রধান ঠিক করবেন। শিক্ষকরা ক্লাসে মনোযোগ দিয়ে পাঠদান করালে আর কোচিংয়ে দরকার হয় না। শিক্ষকদের সময় মত ক্লাসে থাকতে হবে। ক্লাসের সময় বাহিরে প্রাইভেট পড়ানোর চেষ্টা করবেন না। শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে। বাংলাদেশে নিরক্ষর ব্যক্তির তুলনামূলক নগণ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টা নিরক্ষর ব্যক্তিদের সাক্ষরতা আওতায় আনা সম্ভব।এর পূর্বে জেলা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক শাহরিয়ার নাঈম শাইখ।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।