Home » শ্রিম্প হ‌্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

শ্রিম্প হ‌্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৭১ ভিউস

স্টাফ রিপোর্টারঃ শ্রিম্প হ‌্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা লেকভিউ তুফান কনভেনশন সেন্টারের শ্রিম্প হ‌্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব ) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, শ্রিম্প হ‌্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব ) এর সহ-সভাপতি শহীদ ফারুক সাচী, সেব খুলনার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মেসার্স পাপড়ী ফিস রুহুল আমিন, মেসার্স মেঘনা ফিস আফজালুল করিম বিপু, মেসার্স ফিস প্যালেস ওবায়দুর রহমান লিটন, মেসার্স সাফা এন্টারপ্রাইজ শাহারুল ইসলাম বকুল, মেসার্স ডাবলু এন্টারপ্রাইজ রবিউল ইসলাম রবি, মেসার্স পপুলার ফিস আনিছুর রহমান, মেসার্স রয়েল এন্টারপ্রাইজ আব্দুস সবুর, মেসার্স সততা এন্টারপ্রাইজ আইয়ুব হোসেন, মেসার্স রূপসী ফিস বদিউজ্জামান, মেসার্স প্রগতি ফিস ইমান আলী, মেসার্স ইরতিকা এন্টারপ্রাইজ রফিকুল ইসলাম, মেসার্স আরিয়ান এন্টারপ্রাইজ আনিছুর রহমান, মেসার্স সায়মা ফিস আব্দুল মালেক, মেসার্স নাফিস এন্টারপ্রাইজ জাবেদ ইকবাল, মেসার্স নিউ বৃষ্টি ফিস শরিফুল ইসলাম মন্টু, মেসার্স খানজাহান এন্টারপ্রাইজ লিয়াকত আলীসহ স্থানীয় হ্যাচারি মালিকগণ, সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির ও শ্রিম্প হ‌্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব ) এর নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি ইয়াসিন আলম খান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।