স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশকে মুক্ত করেছি। বহু শিক্ষার্থী তরুণের রক্তের বিনিময়ে নতুন স্বাধীন দেশ পেয়েছি।এমসিপি চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, দল পছন্দ করনা। রাজনৈতিক দল ভেবেছে ২/৩ টা আসন দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়েছে। তারা মনে করে সংসদে আসন দিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। শনিবার দুপুর সাতক্ষীরা শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে পথ সভায় নাহিদ আরো বলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে আশা যোদ্ধাদের কেনার সাধ্য কোন দলের হয় নাই। সংস্কারের পরে দেশে নির্বাচন দিতে হবে।দেশবাসী দখলদার ও চাঁদাবাজদের আর ক্ষমতা দেখতে চায় না। সবকিছুর উর্দ্ধে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিত আলমের সঞ্চালনায় স্লোগান দিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক ডাঃ তাসমিন জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক মেজবাহ কামাল, ডাঃ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন সহ জুলাই—বিপ্লবে আহত ও নিহতের পরিবারের সদস্যদের ও সাতক্ষীরার আন্দোলনের রাজপথে যোদ্ধারা।
“মৃত্যুর মুখ থেকে ফিরে আশা যোদ্ধাদের কেনার সাধ্য কোন দলের হয় নাই” সাতক্ষীরায় পথসভায় নাহিদ ইসলাম
৫৩