Home » মানুষ গড়ার কারিগর শিক্ষক ইয়াহিয়া ইকবালের শিক্ষাগতা জীবনের অবসান

মানুষ গড়ার কারিগর শিক্ষক ইয়াহিয়া ইকবালের শিক্ষাগতা জীবনের অবসান

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৮৮ ভিউস

স্টাফ রিপোর্টারঃদীঘ ৩২ বছর আলোর দ্রুতি ছড়ানো সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবালের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) মোঃ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, খান মাকসুদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম, কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান রাসেল ও সাধাঃ সম্পাদক ফারুক খান ডেভিড, সিএম নাজমুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সদা হাস্য উজ্জ্বল শিক্ষক ইয়াহিয়া ইকবাল শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গড়ে তুলেছেন অসংখ্য কর্মকর্তা,গুণী ও সুধীজন। ইয়াহিয়া স্যার শিক্ষক-শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষের অতি পরিচিত মুখ ছিলেন। মানুষ গড়ার এক কারিগর হিসাবে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিজেকে উপস্থাপন করেছেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাইলাল মজুমদার ও সহকারী শিক্ষক নার্গিস আরা।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।