Home » বিগত দিনে আন্দোলন সংগ্রামের রাজপথে থাকা কর্মীরা দলে স্থান পাবে সাতক্ষীরায় বিএনপি’র মত বিনিময় সভায় বক্তারা

বিগত দিনে আন্দোলন সংগ্রামের রাজপথে থাকা কর্মীরা দলে স্থান পাবে সাতক্ষীরায় বিএনপি’র মত বিনিময় সভায় বক্তারা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৫ ভিউস

স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপি’র সদস্য নবায়নের জন্য সার্স কমিটি গঠনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউত সাতক্ষীরা জেলা বিএনপি ও টিম প্রধান ড. মো: মনিরুজ্জামান মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক আহবায়ক এড ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান,মৃণাল কান্তি রায়, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ন আহ্বায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি।জেলা বিএনপির সদস্য এড, নুরুল ইসলাম,মাসুম বিল্লাহ শাহীন,শেখ এবাদুল ইসলাম,অধ্যাপক আতাউর রহমান,আছাফুর রহমান তুহিন,মোঃ আব্দুর রশিদ,শেখ নুরুজ্জামান,ইঞ্জিনিয়ার মো: আইয়ুব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের রাজপথে থাকা কর্মীদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হবে। যারা আন্দোলনের সময় পালিয়ে ছিল এমনকি আলীগের সাথে আঁতাত করেছিল তাদের কমিটিতে ঠাই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাউকে নেতৃত্বে আনা যাবে না। বিএনপি একটি শক্তিশালী সংগঠন। আমরা ভোটের রাজনীতি করি, সদস্যের ক্ষেত্রে তেমন কোন কোড়াকড়ি করা হবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য শের আলী। এ মত বিনিময় সভায় বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।