স্টাফ রিপোর্টার:: সাতক্ষীরায় জুলাই আগস্টে শহীদদের স্মরণে মার্চ ফর জাস্টিস দিবসে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বার কাউন্সিলের সদস্য এড এনায়েত হোসেন বাচ্চু। তিনি বলেন,সাতক্ষীরা বাসি বিগত দিনে আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে। আপনারা দলের জন্য কষ্ট করেছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কষ্ট নির্যাতন ভোগ করেছে। দলে বদনাম হয় এমন কোন কাজ করা যাবে না।বিএনপি বাংলাদেশে গণতন্ত্রের স্বপক্ষে একটি দল। ফ্যাস্টিট অত্যাচার নির্যাতন করেও রক্ষা পায়নি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের কোন দুঃখ নাই আমরা এখন মুক্ত স্বাধীন।ফ্যাস্টিট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করছি।জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আলহাজ্ব এড নূরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এড মাকফুর রহমান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী,পিপি এড আব্দুস সাত্তার, জিপি এড অসিম কুমার মন্ডল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড আলমগীর আশরাফ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এড এবিএম সেলিম,এড মোস্তফা জামাল, এড কামরুজ্জামান ভট্ট, এড শহীদ হাসান, এড আবু সাঈদ রাজা,এড মিজানুর রহমান প্রমুখ। এ সময় বিএনপি সমর্থিত আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্যাস্টিট অত্যাচার নির্যাতন করেও রক্ষা পায়নি পালিয়ে যেতে বাধ্য হয়েছে সাতক্ষীরায় কেন্দ্রীয় নেতা এড এনায়েত হোসেন
১৮