Home » প্রথম আলোর বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

প্রথম আলোর বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৬ ভিউস

স্টাফ রিপোর্টার : দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সাতক্ষীরা উন্নয়ন ফোরামের আয়োজনে রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সাতক্ষীরা সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্ব বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরাফাত হোসেন,এড আব্দুস সুবহান মুকুল,মাওলানা হাবিবুর রহমান, রুহুল আমিন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন,উপকূলীয় এই জেলায় অধিকাংশ রাস্তা ঘাট কাঁচা রয়েছে। যে সকল রাস্তা পাকা রয়েছে তার অবস্থা অত্যন্ত ভঙ্গুর। তার পরেও প্রথম আলো সাতক্ষীরার উন্নয়নকে বাধা গ্রস্ত করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। যা সাতক্ষীরার মানুষ ক্ষুব্ধ হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার সাতক্ষীরার উন্নয়নে প্রকল্প গ্রহণ করায় আলোর গাত্রদাহ শুরু হয়েছে। প্রথম আলো জেনে বুঝেই এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। জেলার উন্নয়নে যে বাজেট দেওয়া হয়ছে তা অপ্রতুল। ভুল বা বিকৃত তথ্য দিয়ে সাতক্ষীরার ন্যায্য উন্নয়ন দাবিকে ছোট করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবহেলিত এই জেলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। প্রথম আলো যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তা কখনোই সফল হতে দেওয়া হবে না।প্রথম আলোর প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন ফোরামের সদস্য মোঃ জাহিদুল ইসলাম।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।