Home » পাকিস্তানি বাহিনী ২৫ মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় ———-সাতক্ষীরায় গণহত্যা দিবসের সভায় বক্তারা

পাকিস্তানি বাহিনী ২৫ মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় ———-সাতক্ষীরায় গণহত্যা দিবসের সভায় বক্তারা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪০ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের চত্বরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,পূলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন প্রমুখ।বক্তারা বলেন,পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে নারকীয় হত্যাযজ্ঞ ঘটায়। তার মুক্তিকামী বাঙালিদের দমনের জন্য ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’,চালায়। যাহা বাঙালির ইতিহাসে গণহত্যা দিবস হিসেবে পরিচিত।সে রাতে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানাসহ বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। সাতক্ষীরায় ও নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। বিভীষিকার মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতা সংগ্রামের সূচনা ঘটে। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর জন্ম হয় স্বাধীন বাংলাদেশের।এর পূর্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে অস্থায়ী বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।