স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার নলতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফিতা কাটা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর নলতা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাদ আসর নলতা শরীফ রওজা মোড় এলাকায় লেকভিউ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এবং লেকভিউ’র ম্যানেজিং ডিরেক্টর শেখ তানজিম কালাম তমাল’র সঞ্চালনায় ফিতা কেটে লেকভিউ সুইটস্ এন্ড বেকারী নলতা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, নলতা বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আহাদুজ্জামান আহাদ, হাফিজুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর নলতা শাখায় জন্মদিন, বিবাহবার্ষিকীসহ সকলের পছন্দের দই, মিষ্টি, রসগোল্লা, ফাস্ট ফুড, কফি, পেস্ট্রি ও বেকারী সামগ্রীসহ বিভিন্ন রকমের উন্নতমানের খাবার পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা পাক রওজা শরীফের এতিমখানা ও হেফজখানার হাফেজ মো. হাবিবুর রহমান। দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন সোহরাব সবুজ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুসুল্লীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
নলতা শরীফ রওজা মোড়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর শাখা উদ্বোধন
৯১