স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামানায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম মহিদার রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর আবু বকর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধাঃ সম্পাদক তারিকুল হাসান, জেলা বিএনপির সিনিঃ যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, শ্রমিক দল সভাপতি মোঃ আব্দুস সামাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর রাজনৈতিক জীবনে তিনি কখনো আপস করেননি। এজন্য তিনি আপসহীন নেত্রী। খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর নেতৃত্ব ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়াও সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাবের সদস্য অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, মোঃ আবিদুল হক মুন্না, মোঃ হাফিজুর রহমান, সৈয়দ আব্দুস সালাম পান্না, এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি, মোঃ ফিরোজ হোসেন, মোঃ হাফিজ মোঃ আবুল হোসেন, আলমুতাছিম বিল্লাহ, মোঃ আব্দুল মান্নান, মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ রেজাউল করিম, মোঃ কামাল উদ্দীন সরদার, এম আমিরুল ইসলাম, মোঃ আতিকুজ্জামান, এ্যাড মোঃ মোস্তফা জামান, মোঃ দেলোয়ার হোসেন, শেখ জোবায়ের আল জামান, মোঃ মোস্তাফিজুর রহমান, হাবিবুল্লাহ বাহার, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ রুহুল আমিন, গোলাম মোস্তফা, মেঃ আলমগীর হোসেন, এস এম রবিউল ইসলাম, মোঃ কামাল হোসেন.মোঃ আতিয়ার রহমান, মোঃ অহিদুজ্জামান, মোঃ আলমগীর হোসেন, মোঃ রাসেদ মিনার, মোঃ হুমাযুন কবির, মোঃ আব্দুর রশিদ, মিহিরুজ্জামান, মোঃ হাফিজ ইসলাম, সাইদুল ইসলাম, শেখ সানজিদুল হক, জি এম আবু মুহিত, আকবর হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
