Home » ডি.বি ইউনাইটেড হাইস্কুলে মানববন্ধন প্রধান শিক্ষককে সরাতে ষড়যন্ত্রের

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে মানববন্ধন প্রধান শিক্ষককে সরাতে ষড়যন্ত্রের

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৫৬ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সুনাম নষ্ট ও প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলকে সরাতে গভীর ষড়যন্ত্রের করছে কুচক্রী মহল। জানা গেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছে।আগামী ২০ জুলাই মধ্যে অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করবেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। রবিবার স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের কয়েক জন শিক্ষক, কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা বিদ্যালয়ের সামনের মানববন্ধন করেছে। মানববন্ধনে বলেন,প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়ের অর্থ লোপাট করেছে। প্রতিষ্ঠানের শিক্ষকদের অব মূল্যায়ন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে। শুধু তাই নয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।যা বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ বিনষ্ট করার শামিল। এদিকে বিদ্যালয় বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়লে সদর থানা পুলিশ সদস্যর উপস্থিত হয়।ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের কয়েক জন শিক্ষক একটু দেরীতে বিদ্যালয় আসলে কারণ জানতে চাওয়া আমার অপরাধ। বিদ্যালয় ফান্ডের টাকা বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় না করে ঐ টাকা তাদের মাঝে ভাগ করে দিতে হবে। তিনি আরো বলেন, আমাকে রীতিমতো মারপিট করেছে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক শাস্তি মেনে নেবো। কিন্তু তদন্ত প্রভাবিত করতে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস বর্জন, আমার বিরুদ্ধে কুরুচিপুর্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য ও স্লোগান দিচ্ছে।এবিষয়ে জেলা শিক্ষা অফিসার মাওঃ আবুল খায়ের বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধান শিক্ষককে সাত দিনের ছুটি নিতে বলেছি। সাত দিন সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশকে বিদ্যালয়ের দায়িত্ব দিতে বলা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, মুকুল স্যার এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর লেখাপড়ার মান উন্নয়ন সহ প্রাতিষ্ঠানিক উন্নয়ন হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন আচরণ শিক্ষার পরিবেশ বিনষ্ট শামিল মাএ। এমন অনাকাঙ্খিত পরিবেশ আমরা আশা করি না। জেলা শিক্ষা অফিসার ও সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।