Home » জুলাই চেতনায় মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ

জুলাই চেতনায় মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১৭৪ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ জুলাই চেতনায় মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে।তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানে (আমার চোখে জুলাই বিপ্লব) এই বিষয় উপর এবং “কোটা না মেধা, মেধা মেধা” এই প্রতিপাদকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে বুধবার বিকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পুণ্য কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজে অবস্থান থেকে জুলাই বিপ্লব তুলে ধরার চেষ্টা করেন। প্রতিযোগিতায় অধিকাংশ শিক্ষার্থীরা ভালো উপস্থাপন করলেও সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। কলেজটি ৩ টি ইভেন্টের ২টিতে প্রথম হয়েছে। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের অর্জন ধরে রেখেছে। বেসরকারি প্রতিষ্ঠানটি জেলার মধ্যে লেখাপড়ার মান উন্নয়নের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব চেয়ারম্যান আব্দুর রউফের সার্বিক দিকনির্দেশনা ও অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের নিরলস পরিশ্রমের মাধ্যমে কলেজের এই সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে।জুলাই চেতনায় মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি সীমান্ত আদর্শ কলেজের ছাত্রী রুহানা সুলতানা সহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সিমান্ত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রমজান আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।