স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্র মুলক ভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের কে-লাইন পরিবহন কাউন্টারের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধাঃ সম্পাদক এস এম কবির। তিনি বলেন, দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন শেষ পর্যায়ে এদেশের শিক্ষার্থী জনতা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে। দুর্বার আন্দোলনের ফলে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। জামাতের সেই আন্দোলনে দমন ভূমিকা না থাকলেও তারা এখন নিজেদের বেশি আন্দোলন প্রেমী মনে করছে। ছাত্র জনতার আন্দোলনের ফসল এনসিপি এককভাবে নেওয়ার চেষ্টা করছে। জামায়াত এনসিপি মিলে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মিথ্যা প্রচার করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও যে নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কোন অপপ্রচার স্বেচ্ছাসেবক দল মানবে না।বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, মোহসিন আলী,জাকির হোসেন,আছাদুজ্জামান খোকা, সুমন, রাজিব, সেলিম,ডাবলু,মোখলেসুর রহমান সহ বিভিন্ন উপজেলায় আহ্বায়ক ও সদস্য সচিব বৃন্দ।পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
“জামায়াত এনসিপি মিলে তারেক রহমানের সম্পর্কে মিথ্যা প্রচার করছে”…..স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এস এম কবির
৬১
পূর্ববর্তী পোস্ট