স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বুধবার বিকালে শহরের ইটাগাছা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন,সাবেক সাধাঃ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ন আহ্বায়ক ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি, ডাঃ মনিরুজ্জামান। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন দেশকে কারাগারে পরিণত করে রেখেছিল। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে খান্ত হয়নি।
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জেলা বিএনপির র্যালী ও আলোচনা সভা
২৩
পূর্ববর্তী পোস্ট