স্টাফ রিপোর্টার: জুলাই হত্যাকান্ডে জড়িত খুনিদের বিচার ও গোপালগঞ্জ এনসিপি -আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ছাত্র জনতার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আরাফাত হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন বাংলাদেশের অধিকার বঞ্চিত দলের নেতাকর্মীদের নির্যাতন করেছে। মিথ্যা মামলায় শুধু ক্ষান্ত ছিল না গুম করে বহু মানুষকে হত্যা করেছে। সকল দলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছে। গোপালগঞ্জে হামলার মাধ্যমে প্রমাণ করে আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি মাঠে থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,এনসিপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবির নেতা আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখপাত্র মোহিনী তাবাসসুম, আব্দুর রাজ্জাক, আল ইমরান, নাঈম বাবু,রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ। এই সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহাইল মাহদিন।
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ
৫৬