স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কতৃর্ক মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার দুপুরে সরকারী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের শহরের নিউ মার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। গাজাবাসীর জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় তারা এ বিক্ষোভ করেন।
শহরের নিউ মার্কেট মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ন সম্পাদক অর্ঘ্য বিন জুয়েল, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাজী আয়ুব আলী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুর আলম বাপ্পী, সদস্য সচিব সোহেল রানা, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মোহাম্মদ রিপন, যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান প্রমুখ।
বক্তারা এসময়, গাজায় মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গাজায় মুসলিম ভাই—বোনদের ওপর ইসরায়েলি হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলি সেনারা। বক্তা আরো বলেন, বিশ্ব মুসলিম স¤প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা। তারা এসময় দ্রুত এই হামলা বন্ধের জোর দাবী জানান।
এদিকে, একই ইস্যুতে সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিশনের সামনে থেকে মিছিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
আহছানিয়া মিশন আলিম মাদ্রাসা ছাত্রদল নেতা হাফেজ আমিনুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশি, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রতলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক মিজান প্রমুখ।
গাজায় মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল
৩৩
পূর্ববর্তী পোস্ট