স্টাফ রিপোর্টার : সম্প্রতি আকস্মিক বাঁধ ভেঙে যাওয়ায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘরবাড়ি, খাবার ও সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর জন্য দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট অত্র অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি ফুড প্যাকেজে রয়েছে ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ডাল, আলু, পেয়াজ, মশলাসহ নিত্য প্রয়োজনীয় প্রায় ৫০ কেজি খাদ্য সামগ্রী। প্রতিটি ফুড প্যাকেট পরিবারগুলোর প্রায় ২ মাসের খাদ্য চাহিদা পূরণ করবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।
সকালে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
দোস্ত এইডের ফিনান্স এন্ড একাউন্টস এসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও প্রতাপনগর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের মিডিয়া অফিসার সাজু আহমেদ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াহিদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের প্রতিনিধি নাবেদ পারভেজ আকাশসহ আরো অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন দোস্ত এইডের স্থানীয় প্রতিনিধি সাইদুল ইসলাম।