স্টাফ রিপোর্টার : আশাশুনি প্রতাপনগর ইউনিয়ন ভূমি অফিস ও এবিএস ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন। বুধবার বেলা ১১ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসায় প্রবেশ করেন। পরে মাদ্রাসার অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন সহ মাদ্রাসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। মাদ্রাসার উন্নয়ন ও নতুন পরীক্ষা কেন্দ্রের সুনাম ধরে রাখার জন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হুসাইন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,পরিক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওঃ বদরুল আলম, আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান,পরিক্ষা কেন্দ্র পরিদর্শক ইউ আর ডি ও (ট্যাগ) কর্মকর্তা আবুল কালাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শ্রী কান্ত মন্ডল সহ ভূমি অফিসে কর্মরত স্টাফদের আন্তরিকতার সাথে নাগরিক সেবা প্রদানের নির্দেশনা দেন। এর পূর্বে অতিঃ জেলা রাজস্ব শেখ মইনুল ইসলাম মইন খাজরা ইউনিয়ন ভূমি অফিসের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। ভূমি অফিস নির্ধারণ স্থানে নির্মাণের সম্মতি দেওয়ায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন।
আশাশুনি ভূমি অফিস ও মাদ্রাসা পরিদর্শন করলেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল
২৩
পূর্ববর্তী পোস্ট