Home » আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১২৬ ভিউস

মীর আবু বকরঃ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।জেলা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেক , জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম),সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, এবং দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বেলুন ফেস্টুন ওড়ানো মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে একই স্থানে বেলা ১১ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে র‍্যালি আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি নাজমুন নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের আমীর উপধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু। অন্যানের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার, স্বদেশ নিবার্হী পরিচালক মাধব দত্ত প্রমুখ।পরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ১০ জন নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়।এর মধ্যে সমাজ উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অসাম্য অবদান রাখায় উপজেলা ও জেলা পর্যায়ে মোহিনী পারভীন, কে সর্বশ্রেষ্ঠ অদম্য নারী’র সম্মানে ক্রেস্ট ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,নারী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।