স্টাফ রিপোর্টার :১৭ মে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কামালনগর লেকভিউ কনভেনশন সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।তিনি বলেন,আগামীর সমাবেশ তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বর্তমান রাজনৈতিক প্রক্ষাপটে দেশনায়ক তারেক রহমান সাংগঠনিক যে কর্মসূচি ঘোষনা করেছেন সেটি সময়োপযোগী। আমরা হাতকড়া পড়েছি, ডান্ডাবেরি পড়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোটের অধিকার ফিরে পায়নি। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। মানুষ স্বাধীনভাবে হাটে—ঘাটে, পথে—প্রান্তরে তার মনের ভাব প্রকাশ করতে পারত না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম করে সেই মানুষের মুখের ভাষা ফিরিয়ে এনেছি। এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি।দল থেকে কখনো আদর্শচ্যূত হয়নি। কোটার আন্দোলনকে আমরা একদফার আন্দোলনে পরিণত করেছিলাম। এ আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন দেশ নায়ক তারেক রহমান। ডিবি হারুন আমাকেসহ বিএনপি নেতৃবৃন্দের আটকে রেখে নির্যাতন করেছে।পরে কারাগারে পাঠিয়েছে, সেখান থেকে মুক্তি পেয়ে আবার রাজপথে মুক্তি সংগ্রামে অংশ নিয়েছি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ফকরুল ইসলাম রবিন, বিভাগীয় টিম প্রধান নেসার উদ্দীন শফি। বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুর মোরশেদ, মহাসিন আলম, রাজিবুল ইসলাম,সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন আলো প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মানুষ ১৭ বছরে ভোটের অধিকার ফিরে পায়নি সাতক্ষীরায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী
১১৭
পূর্ববর্তী পোস্ট