Home » আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনার মাধ্যমে মাদক প্রতিরোধ সম্ভব সাতক্ষীরায় মাদক বিরোধী দিবসে বক্তারা

আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনার মাধ্যমে মাদক প্রতিরোধ সম্ভব সাতক্ষীরায় মাদক বিরোধী দিবসে বক্তারা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬২ ভিউস

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ পালিত হয়েছে। “জীবন একটাই, তাকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম,বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম। বক্তব্য রাখেন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সাংবাদিক শাহ জাহান আলী মিটন,ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বক্তারা বলেন, সমাজ কে ধ্বংসকারী প্রধান উপাদান মাদক। মাদকে আসক্ত পরিবারের সব সময় অশান্তি থাকে।আপনার সন্তান যেন কোন মাদকাসক্তের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারে। ছেলেমেয়েদের প্রতি সব সময় সুদৃষ্টি রাখতে হবে। মাদকাসক্ত ব্যক্তি সকল চাকরি থেকে বঞ্চিত হবে।শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে।মাদক মুক্ত করতে সরকারি বেসরকারি ও এনজিও কর্মকর্তা ও কর্মচারীদের ডোপ টেস্টে করা জরুরী। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনার মাধ্যমে মাদক প্রতিরোধ সম্ভব।এর পূর্বে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু একাডেমি শিশু বিষযক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।