স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের অসুস্থ পত্নী ফারজানা আফরোজ তামান্নার জন্য সাতক্ষীরা সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।জেলা সেবক দলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজিব পত্নী ফারজানা সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জটিল রোগে আক্রান্ত ফারজানা দীর্ঘ দেড় মাস যাবত সাতক্ষীরা ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার উন্নতি হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার পরামর্শ দিয়েছে। ফারজানাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গলোরে নেওয়া হয়েছে। জাতীয়তাবাদী দলের পরীক্ষিত কর্মী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন উপজেলা কমিটি গঠন প্রক্রিয়ায় তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছে। ফ্যাসিস্ট সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা বারবার কারা বরণকারী নেতা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব তার প্রিয়তমা পত্নী ফারজানা জন্য সাতক্ষীরা সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
অসুস্থ পত্নী ফারজানার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব
১১৯
পূর্ববর্তী পোস্ট
