মীর আবু বকরঃ সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সুধীজনের মতবিনিময় করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুল রহমান,অতিঃ জেলা প্রশাসক সাবির্ক বিষ্ণুপদ পাল, পৌর সভার সিইও মোঃ আছাদুজ্জামান,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড শাহ আলম,সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধাঃ সম্পাদক আব্দুল বারি, খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি হেনরী সরদার, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধাঃ সম্পাদক আবু মুসা, বক্তারা বলেন সাতক্ষীরা একটি সমৃদ্ধশালী জেলা। দেশের জাতীয় অর্থনীতিতে এই জেলার ভূমিকা প্রশংসনীয়। উন্নয়নের ক্ষেত্রে অনেকটা বঞ্চিত। সাতক্ষীরার রাস্তাঘাট উন্নয়নের,ট্রেন লাইন,বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দিকে এখনো পিছিয়ে রয়েছে। নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার,বলেন সরকারি দায়িত্ব পালনের জন্য সাতক্ষীরাতে এসেছি। আপনারা অনেক মূল্যবান তথ্য উপস্থাপন করেছেন। সবগুলি আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। কিছু সমস্যা রয়েছে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনারা যদি পরিচ্ছন্ন শহর চান তবে আপনার এবং পরিবারকে প্রথম পদক্ষেপ নিতে হবে।খাল, নদী নালা বন্ধ করবেন না সেক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে। পাশাপাশি সরকার ও প্রশাসন তৎপ্রতা থাকবে। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রশাসনের পদক্ষে থেকে পদক্ষেপ নেওয়া হবে। অভিভাবকদের ও এগিয়ে আসতে হবে। আমার মেধা যোগ্যতা ও দক্ষতা দিয়ে উন্নয়নের চেষ্টা করবো।সকল ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ সহযোগিতা আমাদের প্রয়োজন। তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচন কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একটি অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। সরকার যেভাবে কর্মপরিকল্পনা গ্রহণ করবেন সেটা আমরা বাস্তবায়ন করব। এ সময় জেলার বীর মুক্তিযোদ্ধা,সামাজিক সাংস্কৃতিক এবং সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার
১৭
পূর্ববর্তী পোস্ট
