স্টাফ রিপোর্টার : ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পরে সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদ ও সাতক্ষীরার সর্ব স্তরের মানুষের অংশগ্রহণে নিউ মার্কেট চত্বর হতে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি হাফেজ আবুল হোসেন, সহ-সভাপতি হাফেজ আব্দুল হাকিম, হাফেজ শেখ কামরুল ইসলাম, হাফেজ রকিব, হাফেজ কোহিনুরসহ অসংখ্য ইমাম ও খতিব গণ বক্তব্য দেন। এ সময় বক্তারা ইজরায়েলের পণ্য বর্জন ও মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে ইসরাইল এবং তাদের সহযোগীদের মোকাবেলা করার জন্য উদাত্ত আহবান জানান।
সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের দোয়া ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
৪০