স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৫৫০ এর সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে গতকাল সকাল ১০ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটু। এ সময় সভাপতি বলেন, শ্রমিক ইউনিয়নের তালিকাভুক্ত সকল সদস্যদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হবে। তবে যাদের কার্ড নবায়ন করেনি তারা ঈদ সামগ্রী পাবেনা। মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, কোষাধক্ষ্য শেখ হুমায়ুন কবির, সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সদস্য হোসেন আলী প্রমূখ। শ্রমিকরা শৃঙ্খলার সাথে নিজেদের কার্ড প্রদানের মাধ্যমে ঈদ সামগ্রী গ্রহণ করেন।
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
৫৮