স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা বিএনপি’র নবগঠিত কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা বিএনপি’র আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত)অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব । জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপির সদস্য ও সাবেক আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য ও সাবেক সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান, সাবেক মেয়র ও যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম।সভায় সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
সাতক্ষীরা জেলা বিএনপি’র নবগঠিত কমিটির সাংগঠনিক সভা
১২