Home » সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১২৭ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা, বেলুন ফেস্টুন ওড়ানো, চেক প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন,টিটিসি, জেলা কর্মসংস্থান অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি বলেন, বিদেশে যাওয়ার পূর্বে প্রশিক্ষণ নিতে হবে। যদি যে বিষয়ে পারদর্শী তাকে সেই কাজে যেতে হবে। তবে কোন দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না। সরকারি নির্দেশনা মেনে বিদেশে গেলে বিপদে পড়তে হবে না। আপনারা দেশের রেমিটার্স যোদ্ধা। সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেলে দেশে টাকা পাঠাবেন।বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে।স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ মুকিত হাসান খান,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি,জেলা কর্মসংস্থান অফিসের জরিপ কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও ব্যাংকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।এর পূর্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন ফেস্টুন ওড়ানো ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে।আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর পরিবারকে সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।