Home » সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী বাইরে যাচ্ছে

সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী বাইরে যাচ্ছে

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১৭৫ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে স্থানচ্যুতি জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষায় অন্তভুক্তি করার লক্ষ্যে মিডিয়া এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহরের অদূরে সোনার বাংলা চাইনিজ হোটেল এন্ড কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে কারিতাস বিএমজেড-ডিআরআর-সিসিএ প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে ও প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল বারবার ঘূর্ণিঝড়,বন্যা এবং লবণাক্ততা বৃদ্ধির মতো পুনরাবৃত্তিমূলক দুর্যোগের শিকার হয়। তখন ওই এলাকার জনগোষ্ঠী বিভিন্ন এলাকায় পাড়ি জমায়। এখানে বেশিরভাগ বস্তিতে ঠাই নেয়। তখন অনিরাপদ বাসস্থানের কারণে সামাজিক সুরক্ষার আওতার বাইরে থেকে যাচ্ছে।সরকারি ও বেসরকারি উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলতে পারি।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা ডিডি মোঃ সাইদুর রহমান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি নাজমুন নাহার। মুক্ত আলোচনায় সাংবাদিকরা বলেন,বর্তমান সামাজিক সুরক্ষা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর চাহিদা মেটাতে অপ্রতুল। তাদের জন্য যুগ উপযোগী উদ্যোগ গ্রহণ করা দরকার। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে স্থায়ী বেড়িবাঁধ দরকার। টেকসই বাদ হলে ওই জনগোষ্ঠী বাহিরে যাবে না। নিজে এলাকায় কর্মসংস্থানের চেষ্টা করবে। বাস্তচিত জনগোষ্ঠীর উন্নয়নে কারীদাসের ভূমিকা প্রশংসনীয়। এসময় উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ কর্মকর্তা কামাল হোসেন, মিহির সরকার,সি মানুয়েল রায়, সজীব মন্ডল প্রমুখ।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।