Home » সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১০ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় র‍্যালি,আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে। “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা ডিডি সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি।এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) প্রবীর রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রের কর্মকর্তা আব্দুস সামাদ, শিশু পরিবার কর্মকর্তা আয়েশা খাতুন, ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা ইউনুস আলী, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সুইট খাতিমুননেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসময় দুইজন প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার, দুইজনকে ওয়াকার এবং দুইজনকে স্মার্ট সাদা ছড়ি প্রদান করা হয়।এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।