স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ লাইন্স ড্রিলসেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর কালে বলেন, বর্তমান সময়ে মোবাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বস্তু। মোবাইল ছাড়া কার্যক্রম পরিচালনা করা দূর হয়ে পড়ে। শুধু তাই নয় এটি অন্যতম শখের পন্য হয়ে দাঁড়িয়েছে। আপনার শখের পণ্যটি হারিয়ে গেলে মন খারাপ থাকবে এটি স্বাভাবিক। তবে হারানোর আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। চুরি হলে তো আর কোন কথা থাকে না। তিনি আরো বলেন, পছন্দের পণ্য হারিয়ে যাওয়ার সাথে সাথে অবশ্যই থানায় জিডি করবেন। জিডির সূত্র ধরে পুলিশ আপনার হারিয়ে যাওয়া ফোন ও খোয়া যাওয়া টাকা উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা শুরু করে। পুলিশ রাষ্ট্রের জনগণের শান্তিতে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি আপনার পছন্দের ফোনটি উদ্ধারের জন্য পুলিশের এক জেলা থেকে অন্য জেলায় ছুটতে হচ্ছে। অনেক দূরে যাওয়ায় ফোনগুলি উদ্ধার করতে বিলম্ব হয়। এবার জেলার ১০৮ টি হারানো মোবাইল যার মূল্য ১৬,২০,০০০/- টাকা এবং বিকাশ/নগদের প্রতারণা করে নিয়ে যাওয়া মোট ৩,৬০,২৬০/- টাকা উদ্ধার করা হয়েছে। নাগরিকের সহযোগিতায় পুলিশের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মিথুন সরকার। এছাড়া জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্য ও হারানো মোবাইল গ্রহনের সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইও১ মোঃ মনিরুল ইসলাম।
সাতক্ষীরায় হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন পুলিশ সুপার
৫৩
পূর্ববর্তী পোস্ট
