Home » সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬২ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় বুধবার সকাল ৯’টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় জেলা বাঁশির উদ্দেশ্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, মহান স্বাধীনতা বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে এবং ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে শহীদ প্রতি বিনম্র শ্রদ্ধা। বৈষম্যের জন্য স্বাধীনতা যুদ্ধের সৃষ্টি হয়েছিল। দেশ স্বাধীন না হলে আমরা পরাধীন থাকতাম। মহান স্বাধীনতা যুদ্ধে সাতক্ষীরার গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। সাতক্ষীরা একটি সমৃদ্ধশালী জেলা। এ জেলার বিভিন্ন পণ্য এখানের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। তিনি আরো বলেন,২০০৯ থেকে ২০২৪ সাল ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। ফ্যাসিস্টের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে নতুন একটি সরকার গঠিত হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাতক্ষীরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মঞ্জুর, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ,জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফরহাদ জামিল,অতিঃ জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল,অতিঃ জেলা প্রশাসক রাজস্ব শেখ মইনুল ইসলাম মঈন, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিঃ পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান,অতিঃ পুলিশ সুপার ইমরান হোসেন,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শোয়াইব আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য মোহিনী তাবাসসুম,এলজিইডি নিবার্হী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু কায়সার, জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইসমিন কারেমী, কারাগারে সুপার এনায়েতুল্লাহ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম প্রমুখ। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্যারাডে অংশগ্রহণকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও শহীদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত করা হয়। সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধান করেন সহকারী কমিশনার ও এনডিসি প্রনয় বিশ্বাস।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।