মীর আবু বকরঃ সাতক্ষীরায় নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনকে বরন ও বিদায়ী শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অফিস মিলনায়তনে সহকারী শিক্ষা অফিসার মোজাফফর রহমান ও মফিজুর রহমানের পরিচালনায় নবাগত শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন বলেন, সাতক্ষীরার প্রাথমিক শিক্ষার গুণগতমান যুগ উপযোগী। আগামীতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম কে এগিয়ে নিতে নতুন্তর পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার মান উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। এসময় বক্তারা নবাগত ও বিদায়ী শিক্ষা অফিসারকে ভূয়সী প্রশংসা করেন।বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, দেবহাটা ইদ্রিস আলী, কালিগঞ্জ মিজানুর রহমান, তালা সাইফুল ইসলাম, কলারোয়া সাইফুজ্জামান পলাশ প্রমুখ। উল্লেখ্য মেহেরপুর থেকে সাতক্ষীরায় আগমন করলেন নাবাগত শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন। ইতোপূর্বে তিনি সফলতার সাথে এই জেলার দায়িত্ব পালন করেছিলেন। অনুষ্ঠান শেষে নবাগত ও বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের সংবর্ধনা দেওয়া হয়।
সাতক্ষীরায় নবাগত শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনকে সংবর্ধনা প্রদান
৪৬