স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জিয়া মঞ্চ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ফয়জুল কবির খান বিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ও নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। বিএনপি একটি শক্তিশালী সংগঠন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কামরুল কবির চৌধুরী, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না প্রমুখ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের জেলা সদস্য সচিব আব্দুস সবুর, সংগঠনের নেতা আলতাফ হোসেন, প্রিন্স আল মাহমুদ, শাহিনুর রহমান, আক্তারুল ইসলাম,আজিবার রহমান,কুরবান আলী প্রমুখ। এসময় জিয়া মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর ছাত্রদলের সাবেক সাধাঃ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মনি।
সাতক্ষীরায় জিয়া মঞ্চ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৫৫