Home » সাতক্ষীরায় খেলাধুলা বান্ধব পরিবেশ গড়তে মতবিনিময় সভা

সাতক্ষীরায় খেলাধুলা বান্ধব পরিবেশ গড়তে মতবিনিময় সভা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১৭০ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও শরীরচর্চা অনুশীলন, মাঠ পুনরুদ্ধার ও ব্যবহারযোগ্যতায় ফিরিয়ে আনা এবং খেলাধুলা কে অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করতে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে খেলাধুলা বান্ধব পরিবেশ পড়াতে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেকিং দ্য সাইলেন্স ও সলিডারিটি আয়োজনে জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। তিনি বলেন, খেলাধুলার করলে মানুষের শরীর ও মন সতেজ থাকে। যেকোনো বয়সের মানুষের জন্য খেলাধুলার প্রয়োজন। বিশেষ করে যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মধ্যে রাখা অতীব জরুরী। খেলাধুলার মধ্যে থাকলে মাদক থেকে দূরে থাকা যায়। যে সকল প্রতিষ্ঠানে খেলাধুলার মাঠ রয়েছে সেগুলো উন্মুক্ত করা জরুরি।বেকিং দ্য সাইলেন্স যে উদ্যোগ গ্রহণ করেছে এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার এগিয়ে নিতে হবে।বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান,সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বেকিং দ্য সাইলেন্স প্রকল্প পরিচালক মোঃ শরিফুল ইসলাম।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।