স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌরসভার নীতিমালা উপেক্ষা করে জোরপূর্বক বিধবা নারীর বাড়ির গা দিয়ে বিল্ডিং তৈরি করছেন কথিত আলীগ নেতা কলেজ শিক্ষক শরিফুল ইসলাম। এ বিষয়ে ভুক্তভোগীপৌরসভায় অভিযোগ করেছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে শহরের কাটিয়া দীর্ঘদিন বসবাস করছেন মৃত মোঃ আবিদ হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন। তার বাড়ির গা দিয়ে বিল্ডিং নির্মাণ করছেন কলেজ শিক্ষক শরিফুল ইসলাম। তিনি পৌরসভার নীতিমালা উপেক্ষা করে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন। ভবনের বালি পানি পড়ে ঐ নারীর ঘরের জ্বানালা,ওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয় বিল্ডিং সানসেটের সকল পানি ঘর ও ছাদের উপরে পড়বে। পৌরসভার সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন,পৌর নিতিমালা অমান্য করে বিল্ডিং করায় কাজ বন্ধ করে দিয়েছি। পরে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গায়ের জোরে প্রভাষক শরিফুল ইসলাম কাজ অব্যাহত রেখেছে।এবিষয়ে প্রভাষক শরিফুল ইসলাম তাৎক্ষণিক কোন কাগজপত্র দেখাতে পারেনি। তিনি বলেন, আমি নিয়ম মেনে কাজ করছি।কয়জন পৌর নীতিমালা মেনে কাজ করে। ভূক্তভোগী ফাতেমা খাতুন বলেন, শরিফুল ইসলাম নিয়ম নীতি না মেনে আমার ঘরের গা দিয়ে বিল্ডিং নির্মান করছে। এতে আমার ওয়াল ও জানালা নষ্ট হয়ে যাচ্ছে। তাকে বারবার বললেও তিনি শুনিনি।ভুক্তভোগী পৌর কতৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পৌরসভার নীতিমালা উপেক্ষা করে জোরপূর্বক বিল্ডিং তৈরি করছেন কলেজ শিক্ষক শরিফুল ইসলাম
১৬২
পূর্ববর্তী পোস্ট
