Home » জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।।ভোলা জেলাকে হারিয়ে সাতক্ষীরা জয়লাভ

জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।।ভোলা জেলাকে হারিয়ে সাতক্ষীরা জয়লাভ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৭৪ ভিউস

স্টাফ রিপোর্টারঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবিবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ আরাফাত হোসেন,সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন, এনডিসি মোঃ নাভিল হোসেন তামিম,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম প্রমুখ। খেলায় সাতক্ষীরা জেলা বনাম ভোলা জেলা দল অংশ গ্রহণ করেন। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় শুরুতেই সাতক্ষীরা জেলা দল গোল করেন। পরে ভোলা জেলা একটি গোল করে সমতা বজায় রাখেন। দ্বিতীয়ার্ধের পরপর তিনটি গোল করে। ফলে ৪-১ গোলে সাতক্ষীরা জেলা দল জয়লাভ করে। অনেকদিন পর ফুটবল খেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। খেলার রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদ, সরকারি রেফারির দায়িত্ব পালন করেন ইশতিয়াক আহমেদ,মোঃ রমজান আলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।