স্টাফ রিপোর্টার : ইসরাইল কর্তৃক গাঁজায় নিরিহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১১ টায় শহরের নিউমার্কেট চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী,যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী। বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মানুষের উপরে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা ফিলিস্তিন থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা চালাচ্ছে। নারী ও শিশুরা তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। ইসরাইল মানুষ হত্যা করবে আর আমরা আর্থিকভাবে তাদেরকে উন্নত করব এটা হতে পারে না।এই মুহূর্তে ইজরাইলের সকল পণ্য আমাদের বয়কট করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন, জেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি,জেলা যুবদলের নেতা ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, আব্দুল আলিম, জেলা ছাত্রদলের সাবেক সাধাঃ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ, কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী হাসান খান হাবলুসহ জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইজরাইলে পণ্য বয়কটের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল
৩৯