স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল ইসলাম সহ তার পরিবারের সদস্যদের হত্যা ও গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান ছোটোর বিরুদ্ধে জিডি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানায় লিখিত জিডিতে আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম উল্লেখ করেছেন গত ৫ ডিসেম্বর বিকালে আলিপুর ঢালীপাড়া মোড়ে সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় একই এলাকার মোস্তাফিজুর রহমান ছোট তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয় তাকে বিএনপি রাজনীতি না করার জন্য হুমকি দেন। রেজাউল ইসলাম উক্ত ঘটনার প্রতিবাদ করলে তাকে সহ পরিবারের সদস্যদের হত্যা ও গুম করার হুমকি প্রদান করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম জানান, মোস্তাফিজুর রহমান ছোট জামায়াতের নেতৃবৃন্দের উসকানিতে গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করেছে। তবে এ বিষয়ে মুস্তাফিজুর রহমান ছোটর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তারা তো অনেক কথা বলে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার নবাগত ওসি মোঃ মাসুদুর রহমান জানান জিডি টি বিজ্ঞ আদালতে অনুমতি সাপেক্ষে তদন্ত পূর্বক প্রসিকিউশন দাখিল করা হবে।
আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল ইসলামকে হত্যার হুমকি, মোস্তাফিজুর রহমান ছোটোর বিরুদ্ধে জিডি
১৬৫
